কীভাবে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাসবীহ পাঠ করতেন? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আব্দুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, ‘আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আঙুল ভাঁজ করে তাসবীহ গুনতে’। অপর বর্ণনায় অতিরিক্ত এসেছে, ‘তাঁর ডান হাতে’ (আবূ দাঊদ, ১৫০২)।