সালাতে ও কিরাআতে শয়তানের কুমন্ত্রণায় পতিত ব্যক্তির দু‘আ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        বলবে-
أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيطَانِ الرَّجِيمِ
‘বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি’
অতঃপর বাম দিকে তিন বার থুথু ফেলবে [তবে বাস্তবিক থুথু ফেলবে না] (মুসলিম, হা/২২০৩)।