মাসজিদে প্রবেশের ও বের হবার দু'আ
মাসজিদে প্রবেশের দু‘আ
ডান পা দিয়ে ঢুকবে (হাকিম, ১/২১৮; সিলসিলাতুল আহাদীস আস-সহীহা, হা/২৪৭৮) এবং বলবে,
اَللّٰـهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
‘হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন’ (মুসলিম, হা/৭১৩)।
মাসজিদ থেকে বের হওয়ার দু‘আ
বাম পা দিয়ে শুরু করবে (হাকিম, ১/২১৮) এবং বলবে
اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك
‘হে আল্লাহ, আমার জন্য আপনার অনুগ্রহের দরজাসমূহ খুলে দিন’ (মুসলিম, হা/৭১৩)।