যীশু তাঁর অনুসারীদের সর্বস্ব বিক্রয় করে দান করতে বলেছেন: ‘‘তোমাদের বিষয়-সম্পত্তি বিক্রী করে ভিক্ষা হিসেবে দান কর। যে টাকার থলি কখনও পুরানো হয় না তা-ই নিজেদের জন্য তৈরী কর, অর্থাৎ যে ধন চিরদিন টিকে থাকে তা-ই বেহেশতে জমা কর। সেখানে চোরও আসে না এবং পোকায়ও নষ্ট করে না। তোমাদের ধন যেখানে থাকবে তোমাদের মনও সেখানেই থাকবে।’’ (লূক ১২/৩৩, মো.-০৬)
এ কথাটাও একইরূপ অতিরঞ্জন মাত্র। পোপ থেকে শুরু করে সাধারণ কোনো খ্রিষ্টান কেউ কি যীশুর এ নির্দেশ পালন করছেন? ‘‘যীশু কি মিথ্যা বলেছেন?’’ (Did Jesus Christ Lie?) প্রবন্ধে গ্যারি ডেভানি বলেন: “Did Jesus lie or have you sold what you have? Did you then give all your money away? Do you prove to be a good Christian in Jesus' eyes?” ‘‘যীশু কি মিথ্যা বলেছেন? অথবা আপনি কি আপনার সকল বিষয়-সম্পত্তি বিক্রয় করে সকল অর্থ দান করে দিয়েছেন? যীশুর দৃষ্টিতে কি আপনি ভাল খ্রিষ্টান বলে প্রমাণিত?’’[1]