পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
সপ্তম অধ্যায় - যীশু ও প্রেরিতগণ বিষয়ক অশোভনীয়তা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৭. ১. ২৩. যীশু কি পাক কিতাব সম্পর্কে অজ্ঞ ছিলেন?
ইঞ্জিলের বর্ণনায় ঈসা মাসীহ পূর্ববর্তী নবীদের, পাক কিতাবের বা পুরাতন নিয়মের নামে অনেক কথা বলেছেন যা পুরাতন নিয়মের কোথাও নেই, অথবা ভিন্নভাবে বিদ্যমান। ইঞ্জিল লেখকদের বর্ণনা সত্য হলে এ উদ্ধৃতিগুলো প্রমাণ করে যে, যীশু পাক কিতাব, তাওরাত বা পুরাতন নিয়ম সম্পর্কে অজ্ঞ ছিলেন।