৭১. রোযার জন্য ফিদইয়া কী?
‘ফিদইয়া’ হলো একজন মিসকীনকে এক বেলা খাবার খাওয়ানো। প্রতি একদিনের রোযার বদলে একজন মিসকীনকে এক মুদ (৫১০ গ্রাম) পরিমাণ গম (ভালো খাবার) প্রদান করবে।” (বায়হাকী- ৪/৩৮৯)।