১৭. যে ব্যক্তি শাবান মাসে আগে থেকেই নফল রোযা রাখায় অভ্যস্ত সে কি রমযান শুরু হওয়ার আগের দু’ একদিন নফল রোযা রাখতে পারবে?

হ্যাঁ, ঐ ব্যক্তি পারবে। এ ধরনের লোকের জন্য তা বৈধ। হাদীসে আছে, চাঁদ না দেখেই রোযা রাখা শুরু করে তোমরা রমযানকে এক বা দু’দিন এগিয়ে নিয়ে এসো না। (অর্থাৎ এক বা দু'দিন আগে থেকেই রোযা রাখা শুরু করে দিও না)। তবে যে ব্যক্তি আগে থেকে নফল রোযা রাখতে অভ্যস্ত তার বিষয়টি ভিন্ন। (বুখারী: ১৯১৪, মুসলিম: ১০৮২)