১৯৫. জানাযায় ইমামতি কে করবে?
মুসলিম শাসক বা তার প্রতিনিধি। আর তার অনুপস্থিতিতে প্রাধান্যভিত্তিক ইমামতির হকদার হলো।
(১) যার তিলাওয়াত সবচেয়ে বিশুদ্ধ, কুরআন বেশি জানে, বুঝে ও আমল করে। (মুসলিম: ৬৭২, ৬৭৩) (২) সুন্নাত সম্পর্কে অধিক অবগত, আর (৩) মসজিদে হলে সে মসজিদের ইমাম অথবা তার অনুমতিক্রমে যে কেউ, (৪) আর অসিয়ত করে গেলে সেই নির্দিষ্ট ব্যক্তি, তবে (৫) জানাযা মসজিদে না হলে, সবদিক দিয়ে উপযুক্ত হলে ইমামতি করবে তার কোন নিকটাত্মীয়। (৬) তিলাওয়াত বিশুদ্ধ হলে নাবালেগ ছোট ছেলেও ইমামতি করতে পারবে। (আল বানীর আহকামুল জানায়িয, মাসআলা নং ৬৮)।