১৫৭. খুৎবার প্রারম্ভিক শব্দাবলি কী কী?

রাসূলুল্লাহ (সা.) এসব শব্দ দিয়ে তাঁর খুৎবা শুরু করতেন, অতঃপর বক্তব্য শুরু করতেন।

اِنَّ الْحَمدَ للهِ نَحْمَدُهُ وَ نَسْتَعِيْنُهُ مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَ مَنْ يُّضْلِلْ فَلَا هَادِىَ لَهُ وَ أَشْهَدُ أَنْ لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَ رَسُوْلُهُ....


উচ্চারণ : ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু ওয়া নাসতায়িনুহু মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইয়ুদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু। ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, ওয়াখাইরাল হাদিয়ি হাদিয়ি মুহাম্মদ (সঃ) , ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লা মুহদাসাতিম বিদ'আ, ওয়া কুল্লা বিদ'আ তিন দ্বলালা, ওয়া কুল্লা দ্বালালাতিন ফিন নার!