১৫১. নামাযরত অবস্থায় যদি ইমামের ওযু ছুটে যায় তাহলে তিনি কী করবেন?
পেছন থেকে একজনকে টেনে এনে ইমামের জায়গায় দাঁড় করিয়ে ওযু করতে চলে যাবেন। ওযু শেষে পূর্বের নিয়মে [আগের প্রশ্নের উত্তর] বাকি নামায আদায় করবেন।