১০৬. দুই সালাত একত্রে আদায় করলে কোন ওয়াক্তে আদায় করব?
যোহর ও আসর একত্রে আদায় করলে এ দুই সালাত যোহর বা আসর যেকোন ওয়াক্তে আদায় করা জায়েয। তেমনই মাগরিব এশা একত্রে আদায় করলে এ দুই সালাত মাগরিবের ওয়াক্তেও পারবে, অথবা এশার ওয়াক্তেও আদায় করা জায়েয (প্রথম ওয়াক্তে হলে হয় অগ্রীম জমা এবং দ্বিতীয় ওয়াক্তে হলে বলা হয় বিলম্বে জমা)। তবে উত্তম হলো অগ্রীম জমা করা। (বুখারী: ১১১১, ১১১২, মুসলিম: ১০৬, তিরমিযী: ৫৫৩)