৯১. কিভাবে এ সালাত আদায় করতে হয়?
ঈদের সালাতের মতোই দু'রাকআত সালাত আদায় করবে। প্রথম রাকআতে সূরা ‘আলা’ এবং দ্বিতীয় রাকআতে সূরা গাশিয়া পড়া উত্তম। সালাতের আগে বা পরে দু’টো খুৎবা দেবে, খুৎবা দেওয়া সুন্নাত। অতঃপর দু'আ করবে। উক্ত সালাত আদায়ের আরো কয়েকটি পদ্ধতি রয়েছে। রাসূলুল্লাহ (স) জুমু'আর দিনেও বৃষ্টির দু'আ করেছেন।