৮৪. সালাতুদ দুহা’ কোথায় পড়ব?
যেকোন জায়গায় পড়া যায়। তবে বিশেষ করে এ নামায মসজিদে পড়া উত্তম। যে ব্যক্তি কেবলমাত্র চাশতের সালাত আদায়ের জন্য (মসজিদের) উদ্দেশ্যে (ঘর) থেকে বের হয়, তার সাওয়াব হয় একজন উমরাকারীর সমান। (আবু দাউদ: ৫৫৮)