দু'রাকআত নফল সালাতের সালাম ফেরানোর পর এ দু'আ পড়বে। এটাই উত্তম। তবে কোন কোন ফকীহর মতে নিম্নবর্ণিত যেকোন এক জায়গায় এ দু'আটি পড়া উচিত:
(১) রুকুর পূর্বে, অথবা (২) সিজদায় গিয়ে, অথবা (৩) শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে। কেননা, সালাতের ভিতরে বান্দা আল্লাহর সাথে নিরিবিলি কথা বলে। (আহমাদ, মিশকাত)