২.১৬ (খ) তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ - ৬৮. তাহিয়্যাতুল মসজিদের সালাত কাকে বলে? এটির হুকুম কি? কিভাবে পড়ব?

মসজিদে ঢুকলে না বসে আগে দু'রাকআত সালাত আদায় করা আবশ্যক। এ সালাতকে বলা হয় তাহিয়্যাতুল মসজিদ’। এটাকে ‘দুখুলুল মসজিদও বলা হয়। অধিকাংশ ফকীহর মতে, এ সালাত হলো সুন্নাতে মুআক্কাদাহ। অন্যান্য সুন্নাত সালাত যেভাবে পড়া হয় এ সালাতও এভাবেই পড়তে হয়।