৫৯, যোহরের জামাত দাঁড়িয়ে গেলে কি করব?
জামাআতে শরীক হয়ে যাবে। ফউত হয়ে যাওয়া চার বা দুই রাকআত সুন্নাত ফরজের পর পড়ে নেবে। (আবু দাউদ, ইবনে মাজাহ)। তবে যোহরের পূর্বে চার রাকআত এবং পরে চার রাকআত পড়া আরো উত্তম। কেননা, রাসূলুল্লাহ (স) বলেছেন, যে ব্যক্তি সর্বদা যোহরের পূর্বে চার রাকআত এবং পরে চার রাকআত সালাত আদায় করবে আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন (আহমদ)। পরবর্তী চার রাকাতের মধ্যে দুই রাকআত সুন্নাত ও দুই রাকআত নফল এভাবে পড়বে ।