কুরআনের বিশুদ্ধ তিলাওয়াতকারী, তাজওয়ীদ ভালো জানেন ও বুঝেন এবং বেশি বেশি সূরা ও আয়াত মুখস্থ আছে এমন ব্যক্তিই ইমামতির জন্য অধিকতর যোগ্য। তাছাড়া ক্রমান্বয়ে সুন্নাহর জ্ঞানে অধিক পারদর্শী বা আগে হিজরত করেছে অথবা অধিকতর বয়স্ক লোকই ইমামতির জন্য অগ্রাধিকার পাবে। তবে একজনের জায়গায় অন্য কেউ বিনা অনুমতিতে ইমামতি করতে রাসূলুল্লাহ (স.) নিষেধ করেছেন। (মিশকাত: ১১১৭, মুসলিম)