দ্বিতীয় জামাত - ৩৫. জামাআত শেষ হয়ে গেলে একই মসজিদে কী দ্বিতীয় জামাত করা কি জায়েয হবে?
হ্যাঁ, তা জায়েয। একবার রাসূলুল্লাহ (স.) এক লোককে একাকী সালাত আদায় করতে দেখে বললেন, এ লোকটিকে সদাকাহ করার মতো কি তোমাদের মধ্যে কেউ নেই? যে তার সাথে দাঁড়িয়ে তাকে জামাআতে সালাত আদায় করার সুযোগ করে দেবে? (আবু দাউদ: ৫৭৪) এ হাদীস দ্বারা বুঝানো হয়েছে, যেকোন মসজিদেই প্রয়োজনে আবার দ্বিতীয় জামাত করা যায় এবং এর মধ্যে জামাআতের সাওয়াবও পাওয়া যায়। মক্কা ও মদীনার মসজিদগুলোতে এ আমল চালু আছে। তাছাড়া রাস্তার পাশে ও বাজার-বন্দরে লোকজনের চলাচল সর্বক্ষণ থাকার কারণে দ্বিতীয়, তৃতীয় জামাআত আরো প্রয়োজন। তবে দ্বিতীয় জামাআত ধরার ইচ্ছায় প্রথম জামাআত ধরতে কেউ যেন ঢিলেমি না করে। উল্লেখ্য যে, যারা প্রথম জামাত ধরতে পারল না, শুধু তারাই দ্বিতীয় বা তৃতীয় জামাত করবে। আর যে জামাআতে লোক বেশি হবে সে জামাআতের সাওয়াবও বেশি। (আবু দাউদ: ৫৫৪)