সুরাক্বার ইসলাম গ্রহণ (اسلام سراقة) 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        এ সময় বনু কিনানাহর নেতা সুরাক্বা বিন মালেক বিন জু‘শুম আল-মুদলেজী এসে মুসলমান হন। হিজরতকালে তিনি রাসূলুল্লাহ (ছাঃ)-এর পশ্চাদ্ধাবন করেন। অতঃপর ব্যর্থ হয়ে রাসূল (ছাঃ)-এর নিকট থেকে একটি ‘নিরাপত্তানামা’(كِتَابَ أَمْنٍ) লিখে নেন। হোনায়েন এসে তিনি সেটি দেখান। ফলে রাসূল (ছাঃ) তাকে নিকটে আসার অনুমতি দেন। অতঃপর তিনি ইসলাম কবুল করেন’।[1]
              [1]. বুখারী হা/৩৯০৬; ইবনু হিশাম ১/৪৯০।