ছাফা পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে রাসূল (ছাঃ)-এর দো‘আ (دعاء الرسول صـ على رأس الصفا)  
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        মক্কা বিজয় সমাপ্ত হওয়ায় আল্লাহর রাসূল (ছাঃ) দ্বিতীয় দিন ছাফা পাহাড়ের শীর্ষে ওঠেন এবং কা‘বার দিকে ফিরে দু’হাত তুলে আল্লাহর প্রশংসা করেন। অতঃপর ইচ্ছা মত প্রাণভরে যা খুশী দো‘আ করতে থাকেন’ (মুসলিম হা/১৭৮০)।