اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ ، وَمِنْ زَوْجٍ تُشَيِّبُنِي قَبْلَ الْمَشِيبِ ، وَمِنْ وَلَدٍ يَكُونُ عَلَيَّ رِبًا ، وَمِنْ مَالٍ يَكُونُ عَلَيَّ عَذَابًا ، وَمِنْ خَلِيلٍ مَاكِرٍ عَيْنَهُ تَرَانِي ، وَقَلْبُهُ تَرْعَانِي ، إِنْ رَأَى حَسَنَةً دَفَنَهَا ، وَإِذَا رَأَى سَيِّئَةً أَذَاعَهَا
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সূ-ই, অমিন যাউজিন তুশাইয়িবুনী ক্বাবলাল মাশীব, অমিঁউ অলাদিঁই য়্যাকুনু আলাইয়া রাব্বা, অমিম মা-লিঁই য়্যাকুনু আলাইয়া আযাবা, অমিন খালীলিম মা-কিরিন আইনুহু তারানী, অক্বালবুহু য়্যারআনী। ইন রাআ হাসানাতান দাফানাহা, অ-ইর রাআ সাইয়িআতান আযাআহা।
অর্থাৎ, হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে, এমন স্ত্রী থেকে, যে বৃদ্ধ হওয়ার আগেই আমাকে বৃদ্ধ বানাবে, এমন সন্তান থেকে, যে আমার প্রভু হতে চাইবে, এমন মাল থেকে, যা আমার জন্য আযাব হবে, এবং এমন ধূর্ত বন্ধু থেকে, যার চোখ আমাকে দেখে এবং তার হৃদয় আমার প্রতি লক্ষ্য রাখে, অতঃপর ভাল কিছু দেখলে তা পুঁতে ফেলে এবং খারাপ কিছু দেখলে তা প্রচার করে। (ত্বাবারানী, সিঃ সহীহাহ ৩ ১৩৭নং)