অঙ্গ আদির অনিষ্ট থেকে পানাহ চাইতে
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَمِنْ شَرِّ بَصَرِي، وَمِنْ شَرِّ لِسَانِي، وَمِنْ شَرِّ قَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيِّي
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, অমিন শাররি বাস্বারী, অমিন শাররি লিসানী, অমিন শাররি ক্বালবী, অমিন শাররি মানিইয়্যী।
অর্থঃ হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট আমার কর্ণ, চক্ষু, রসনা, অন্তর এবং বীর্য (যৌনাঙ্গের অনিষ্ট থেকে শরণ চাচ্ছি। (আঃ দাঃ ২/৯২, ৪ তিঃ ৩/ ১৬, ৪ নাসাঈ ৩/ ১১০৮)।