ঋণ পরিশোধ করলে
ঋণ পরিশোধকালে ঋণদাতার শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে নিম্নের দুআ বলতে হয়;
بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ
উচ্চারণঃ- বা-রাকাল্লা-হু লাকা ফী আহলিকা অমা-লিক, ইন্নামা জাযা-উস সালাফিল হামদু অলআদা-'।
অর্থঃ আল্লাহ তোমার পরিবার ও মালে বৰ্কত দান করুন। ঋণের প্রতিদান তো প্রশংসা ও আদায়। (সহীহ ইবনে মাজাহ ২/৫৫)