রোযা ইফতারের দুআ
রোযা ইফতারের সময় দুআ কবুল হওয়ার ব্যাপারে বর্ণিত হাদীস শুদ্ধ নয়। (ইরওয়াউল গলীল ১২১নং)।
অনুরূপ এই সময় আল্লা-হুম্মা লাকা সুমতু অআলা রিযক্কিকা আফত্বারতু’ দুআর হাদীসও যয়ীফ। (যয়ীফ আবু দাউদ ২৩৪ পৃঃ)
ইফতার শেষে নিম্নের দুআ পঠনীয়,
ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণঃ-যাহাবায যামা-উ অবতাল্লাতিল উরুকু অসাবাতাল আজরু ইনশা-আল্লাহ।
অর্থঃ পিপাসা দূরীভূত হল, শিরা-উপশিরা সতেজ হল এবং আল্লাহ চাহেন তো সওয়াব সাব্যস্ত হল। (আবু দাউদ ২/৩০৬ সঃ জামে ৪/২০৯)।