সহীহ দুআ ও যিক্‌র মসজিদে যেতে পথে আবদুল হামীদ ফাইযী ১ টি

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَّمِنْ َمَامِي نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا اللَّهُمَّ وَأَعْظِمْ لِي نُورًا

উচ্চারণঃ আল্লাহুম্মাজআল ফী কালবী নুরা, অফী লিসানী নুরা, অজআল ফী সাময়ী নূরা, অজআল ফী বাসারী নূরা, অজআল মিন খালফী নুরা, অমিন আমা-মী নূরা, অজআল মিন ফাউকী নূরা, অমিন তাহতী নুরা, আল্লাহুম্মা আ'তিনী নুরা।

অর্থঃ- হে আল্লাহ! আমার হৃদয়, রসনা, কর্ণ, চক্ষু, পশ্চাৎ, সম্মুখ, ঊর্ধ্ব ও নিম্নে জ্যোতি প্রদান কর। হে আল্লাহ! আমাকে নূর (জ্যোতি) দান কর। (বুখারী ৭/১৪, মুঃ ১/৫৩০)।