(৪১) বিস্তারিতভাবে ছয়টি রুকনের মাধ্যমে ঈমানের সংজ্ঞা দেয়ার দলীল কী?

জিবরীল ফেরেশতা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেনঃ আমাকে বলুনঃ ঈমান কাকে বলে? নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন বললেনঃ উহা হল

(১) তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করবে আল্লাহর প্রতি
(২) তাঁর ফেরেস্তাদের প্রতি
(৩) তাঁর কিতাবসমূহের প্রতি
(৪) তাঁর রাসুলদের প্রতি
(৫) আখিরাত বা শেষ দিবসের প্রতি এবং
(৬) তাকদীরের ভাল-মন্দের প্রতি।[1]

[1] - বুখারী, অধ্যায়ঃ কিতাবুল ঈমান।