প্রশ্নঃ (২১৮) শাসক ও বাদশাদের প্রতি আমাদের কর্তব্য কি?

উত্তরঃ শাসক শ্রেণীর প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে হকের উপর প্রতিষ্ঠিত থাকার নসীহত করা। ন্যায় ও হকের ক্ষেত্রে তাদের আনুগত্য করা ও নরম ভাষায় তাদেরকে উপদেশ দেয়া। অনুরূপভাবে তাদের পিছনে নামায আদায় করা, তাদের নেতৃত্বে জেহাদে অংশ গ্রহণ করা, তাদের নিকট যাকাতের মাল সোপর্দ করা, তারা যুলুম করলেও ধৈর্যধারণ করা, সুস্পষ্ট কুফরী প্রকাশ না পেলে তাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করা থেকে বিরত থাকা, তাদের মিথ্যা প্রশংসা করে তাদেরকে ধোঁকা না দেয়া এবং তাদের জন্য আল্লাহর নিকট সংশোধন ও তাওফীক প্রার্থনা করা আবশ্যক।