প্রশ্নঃ (২০৮) সর্বশ্রেষ্ঠ সাহাবী কারা? সংক্ষিপ্তভাবে বর্ণনা করুন
উত্তরঃ সাহাবীদের মধ্যে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ও হিজরতকারী তারা সর্বোত্তম। অতঃপর আনসারগণ। তারপর বদর যুদ্ধে অংশ গ্রহণকারী তারপর উহুদ যুদ্ধে অংশ গ্রহণকারী এবং বাইআতে রিযওয়ানে অংশ গ্রহণকারীগণ। অতঃপর যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ্ তাআলা বলেনঃ
(مَنْ أَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُولَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِنَ الَّذِينَ أَنْفَقُوا مِنْ بَعْدُ وَقَاتَلُوا وَكُلاَّ وَعَدَ اللَّهُ الْحُسْنَى)
‘‘যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর রাস্তায় খরচ করেছে এবং তাঁর রাস্তায় জেহাদ করেছে তাদের মর্যাদা ঐ সকল সাহাবীর চেয়ে বেশী যারা মক্কা বিজয়ের পরে আল্লাহর রাস্তায় খরচ করেছে এবং জেহাদ করেছে। তবে আল্লাহ্ উভয় দলকে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন’’। (সূরা হাদীদঃ ১০)