উত্তরঃ ইহসানের অনেক দলীল রয়েছে। তার মধ্যে থেকে নিম্নে কতিপয় দলীল বর্ণনা করা হল। আল্লাহ্ তাআলা বলেনঃ
وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
‘‘তোমরা ইহসান কর। নিশ্চয়ই আল্লাহ্ তাআলা ইহসানকারীদের ভালবাসেন’’। (সূরা বাকারাঃ ১৯৫) আল্লাহ্ তাআ’লা আরও বলেনঃ
إن الله مع الذين اتقوا والذين هم محسنون
‘‘নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা পরহেযগার (আল্লাহভীরু) এবং যারা সৎকর্ম করে।’’ (সূরা নাহাল -১২৮) আল্লাহ্ তাআ’লা আরও বলেনঃ
وَمَنْ يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى
‘‘আর যে ব্যক্তি সৎকর্মপরায়ন হয়ে স্বীয় মুখমণ্ডলকে আল্লাহ অভিমুখী করে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল’’। (সূরা লুকমানঃ ২২) আল্লাহ তাআ’লা আরও বলেনঃ
لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ
‘‘যারা সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্যে রয়েছে উত্তম বস্ত্ত (জান্নাত) এবং আরও অতিরিক্ত নেয়ামত (আল্লাহর দীদার)’’। (সূরা ইউনুসঃ ২৬) আল্লাহ তাআ’লা আরও বলেনঃ
هَلْ جَزَاءُ الإِحْسَانِ إِلاَّ الإِحْسَانُ
‘‘উত্তম কাজের পুরস্কার উত্তম (জান্নাত) ব্যতীত আর কি হতে পারে’’? (সূরা আর্ রাহমানঃ ৬০) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
إِنَّ اللَّهَ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ)
‘‘আল্লাহ্ তাআলা প্রত্যেক জিনিষের উপর ইহসান আবশ্যক করেছেন’’।[1] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
(نِعِمَّا لِلْعَبْدِ أَنْ يَتَوَفَّاهُ اللَّهُ بِحُسْنِ عِبَادَةِ رَبِّهِ وَبِصحابة سَيِّدِهِ نِعِمَّا لَهُ وَنِعِمَّا لَهُ)
‘‘ঐ ক্রীতদাসের জন্য সৌভাগ্য, যে ইহ্সানের সাথে (উত্তম ভাবে) আল্লাহর এবাদত এবং একনিষ্ঠতার সাথে স্বীয় মনিবের খেদমত করা অবস্থায় মৃত্যু বরণ করল। সে কতই না সৌভাগ্যবান’’।[2]
[2] - মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ঈমান।