প্রশ্নঃ (১৫৭) আলেমগণ ঈমানের শাখাগুলোর কি ব্যাখ্যা করেছেন?
উত্তরঃ কতিপয় নির্ভরযোগ্য আলেম এই শাখাগুলো গণনা করেছেন এবং এ ব্যাপারে বই-পুস্তক রচনা করেছেন। কিন্তু সংখ্যাগুলো জানা ঈমানের শর্ত নয়। শুধু শাখাগুলোর প্রতি ঈমান আনয়নই যথেষ্ট। শাখাগুলো কুরআন হাদীছের বাইরে নয়। সুতরাং বান্দার উপর আবশ্যক হচ্ছে, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের আদেশগুলোর অনুসরণ করা এবং নিষেধ থেকে দূরে থাকা এবং কুরআন ও হাদীছের সংবাদগুলো সত্য বলে বিশ্বাস করা। যে ব্যক্তি এরূপ করল, সে ঈমানের শাখাগুলো পূর্ণ করল। আলেমগণ যে সমস্ত শাখা হিসাব করেছেন তার সবগুলোই ঠিক। কিন্তু এ কথা জোর দিয়ে বলা যাবে না যে, হাদীছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর উদ্দেশ্য এই শাখাগুলোই।