প্রশ্নঃ (৯৩) কুরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে?
উত্তরঃ যাদের নাম কুরআন মাজীদে বর্ণিত হয়েছে তারা হচ্ছেনঃ আদম, নূহ, ইদরীস, হুদ, সালেহ, ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, লুত, শুআইব, ইউনুস, মুসা, হারুন, ইলিয়াস, যাকারিয়া, ইয়াহইয়া, আল-ইয়াসা, যুল-কিফল, দাউদ, সুলায়মান, আইয়্যুব, ঈসা এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সংক্ষিপ্তভাবে ‘আসবাত’-এর কথা উল্লেখ আছে।[1]
[1] ‘আসবাত’ বলতে ইসহাক ও ইয়াকুব (আঃ)এর বংশধরের ঐ সব সন্তান উদ্দেশ্য, যাদেরকে নবুওয়াতের মাধ্যমে সম্মানিত করা হয়েছিল।