কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
৩২৮. মসজিদ নিয়ে পরস্পর গর্ব করা
আনাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَبَاهَى النَّاسُ فِيْ الْـمَسَاجِدِ
‘‘রাসূল (সা.) সকল মানুষকে মসজিদ নিয়ে গর্ব করতে নিষেধ করেছেন’’।[1]
>
[1] (ইবনু ’হিববান, হাদীস ১৬১৩)