কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
৩২৫. কোন মহিলা স্বামীর অবাধ্য হওয়ার পর আবারো সঠিক পথে ফিরে আসলে তাকে পুনরায় যে কোন ভাবে কষ্ট দেয়া
আল্লাহ্ তা’আলা বলেন:
وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
‘‘তোমরা যে নারীদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও এবং শয্যায় পরিত্যাগ করো। এমনকি তাদেরকে প্রয়োজনে প্রহার করো। এতে যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তা হলে তাদের ব্যাপারে আর অন্য কোন পন্থা অবলম্বন করো না। নিশ্চয়ই আল্লাহ্ তা’আলা সমুন্নত মহীয়ান’’। (নিসা’ : ৩৪)