কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
৩১৬. পাপাচার, অত্যাচার কিংবা রাসূল (সা.) এর আদর্শ বিরোধী কোন ব্যাপার নিয়ে পরস্পর সলা-পরামর্শ করা
আল্লাহ্ তা’আলা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ
‘‘হে ঈমানদারগণ! যখন তোমরা কোন সলা-পরামর্শ করো তখন তা যেন কোন পাপাচার, অত্যাচার ও রাসূল (সা.) এর বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়। বরং তা যেন কোন নেক কাজ সম্পাদন ও আল্লাহ্ভীরুতা অর্জনের সলা-পরামর্শ হয়। আর তোমরা আল্লাহ্ তা’আলাকে ভয় করো যাঁর নিকট একদা তোমাদের সকলকেই সমবেত হতে হবে’’। (মুজাদালাহ্ : ৯)