কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ২৯৫. কোন অযথা কথা কিংবা কাজে ব্যস্ত হওয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
‘‘কারোর ভালো মোসলমান হওয়ার একান্ত পরিচয় হচ্ছে অযথা যে কোন কথা কিংবা কাজ নিয়ে তার কোন ধরনের ব্যস্ততা না থাকা’’।[1]
>
              [1] (তিরমিযী, হাদীস ২৩১৭ ইবনু মাজাহ্, হাদীস ৪০৪৭)