কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ২৮৭. আল্লাহ্ তা’আলার প্রতি পূর্ণ আস্থাশীল না হয়ে তথা ‘ইনশাআল্লাহ্’ না বলে কোন কাজ ভবিষ্যতে করবে বলে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া
 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আল্লাহ্ তা’আলা বলেন:
وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَٰلِكَ غَدًا إِلَّا أَن يَشَاءَ اللَّهُ
‘‘তুমি কখনো কোন ব্যাপারে এমন বলো না যে, আমি এ কাজটি আগামী কাল করবো। বরং বলবেঃ ’’যদি আল্লাহ্ তা’আলা চান’’। (কাহফ : ২৩-২৪)