২৮৭. আল্লাহ্ তা’আলার প্রতি পূর্ণ আস্থাশীল না হয়ে তথা ‘ইনশাআল্লাহ্’ না বলে কোন কাজ ভবিষ্যতে করবে বলে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া

আল্লাহ্ তা’আলা বলেন:

وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَٰلِكَ غَدًا إِلَّا أَن يَشَاءَ اللَّهُ

‘‘তুমি কখনো কোন ব্যাপারে এমন বলো না যে, আমি এ কাজটি আগামী কাল করবো। বরং বলবেঃ ’’যদি আল্লাহ্ তা’আলা চান’’। (কাহফ : ২৩-২৪)