কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ২৮৩. কসম খাওয়ার সময় এমন বলা: ’আমার কথা যদি সঠিক না হয় তাহলে আমি মোসলমানই নই’ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        বুরাইদাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
مَنْ قَالَ : إِنِّي بَرِيءٌ مِنْ الْإِسْلَامِ ؛ فَإِنْ كَانَ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ ، وَإِنْ كَانَ صَادِقًا لَمْ يَعُدْ إِلَى الْإِسْلَامِ سَالِمًا
‘‘যে ব্যক্তি কসম খাওয়ার সময় এমন বলে: ’’আমার কথা যদি সঠিক না তা হলে আমি মোসলমানই নই’’। এর পরিপ্রেক্ষিতে মূলতঃ সে যদি তার কসমে মিথ্যুকই হয়ে থাকে তা হলে সে আর মোসলমানই থাকলো না। আর যদি সে তার কসমে সত্যবাদীই হয়ে থাকে তা হলে সে আর ইসলামের দিকে পুনরায় সম্পূর্ণরূপে নিরাপদভাবে ফিরে আসলো না’’।[1]
>
              [1] (ইবনু মাজাহ্, হাদীস ২১৩০)