কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
২৭১. কয়েকজন একত্রে খানা খেতে বসলে অথবা কারোর নিকট কেউ মেহমান হলে খেজুর, মিষ্টি কিংবা এ জাতীয় কোন জিনিস একাধিক সংখ্যা এক গ্রাসে খাওয়া
আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْإِقْرَانِ إِلَّا أَنْ تَسْتَأْذِنَ أَصْحَابَكَ
‘‘রাসূল (সা.) এক গ্রাসে একাধিক খেজুর কিংবা এ জাতীয় অন্য কিছু খেতে নিষেধ করেছেন যতক্ষণ না তুমি তোমার সাথীদের থেকে এ ব্যাপারে অনুমতি নিবে’’।[1]
[1] (বুখারী, হাদীস ২৪৮৯ আবু দাউদ, হাদীস ৩৮৩৪)