কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ২৬৮. কোন খাদ্য দ্রব্য গুদামে স্টক করে পরিকল্পিতভাবে তার মূল্য বাড়িয়ে দেয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        মা’মার বিন্ আবু মা’মার (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَحْتَكِرُ إِلاَّ خَاطِئٌ
‘‘একমাত্র কোন অপরাধী ব্যক্তিই খাদ্য দ্রব্য স্টক করতে পারে’’।[1]
              [1] (আবু দাউদ, হাদীস ৩৪৪৭)