কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ২৬২. স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে কিছু বেশকম করে বিক্রি করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ফাযালাহ্ বিন্ ’উবাইদ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: আমি খাইবার দিবসে একটি হার বারো দীনার দিয়ে কিনিছিলাম। যাতে ছিলো কিছু সোনা ও কয়েকটি পাথর দানা। অতঃপর আমি তা ভিন্নভাবে হিসেব করে দেখলাম তাতে বারো দীনারের বেশি স্বর্ণ রয়েছে। নবী (সা.) এর নিকট ব্যাপারটি বলা হলে তিনি বললেন:
لاَ تُبَاعُ حَتَّى تُفَصَّلَ
‘‘এমনিভাবে কোন হার আর বিক্রি করা হবে না যতক্ষণ না তা ভিন্নভাবে হিসেব করে দেখা হয়’’।