কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
২৪৫. দাঁত কিংবা নখ দিয়ে কোন পশু বা পাখি জবাই করা
রাফি’ বিন্ খাদীজ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: আমি যুল-’হুলাইফাহ্ নামক এলাকায় অবস্থানরত অবস্থায় নবী (সা.) কে জিজ্ঞাসা করছিলাম, আমরা তো আগামীতে শত্রুর ভয় পাচ্ছি ; অথচ আমাদের নিকট কোন ছুরি নেই। আমরা কি বাঁশের কঞ্চি জাতীয় কোন কিছু দিয়ে জবাই করতে পারবো ? তখন নবী (সা.) বলেন:
مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللهِ عَلَيْهِ فَكُلُوْهُ ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ : أَمَّا السِّنُّ فَعَظْمٌ ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْـحَبَشَةِ
‘‘যা রক্ত প্রবাহিত করে এবং তা দিয়ে জবাইয়ের সময় যে পশুর উপর ’’বিস্মিল্লাহ্’’ বলা হয় তা তোমরা খেতে পারবে। তবে দাঁত ও নখ দিয়ে নয়। আমি তোমাদেরকে এর কারণ বলছি। দাঁত তো হচ্ছে হাড় জাতীয়। আর নখ হচ্ছে ইথোপিওদের ছুরি মাত্র’’।[1]
>
[1] (বুখারী, হাদীস ২৪৮৮ মুসলিম, হাদীস ১৯৬৮)