কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
২৪৪. শিকার কিংবা কোন ফসলি জমিন অথবা ছাগল-ভেড়া পাহারা দেয়ার উদ্দেশ্য ছাড়াই এমনিতেই কোন কুকুর পালা
আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
مَنْ أَمْسَكَ كَلْباً فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيْـرَاطٌ إِلاَّ كَلْبَ حَـرْثٍ أَوْ مَاشِيَةٍ ، وَفِيْ رِوَايَةٍ : إِلاَّ كَلْبَ غَنَمٍ أَوْ حَرْثٍ أَوْ صَيْدٍ
‘‘যে ব্যক্তি কুকুর পালে প্রতিদিন তার আমলনামা থেকে এক ক্বিরাত তথা একটি বড় পাহাড় সমপরিমাণ সাওয়াব কমে যাবে। তবে যদি কুকুরটি ফসল অথবা ছাগলপাল পাহারা দেয়া কিংবা শিকারের কাজে ব্যবহৃত হয় তা হলে তাতে কোন অসুবিধে নেই’’।[1]
>
[1] (বুখারী, হাদীস ২৩২২ মুসলিম, হাদীস ১৫৭৫)