কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ২২২. মধ্যমা কিংবা শাহাদাত অঙ্গুলিতে যে কোন ধরনের আংটি পরা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আবু বুরদাহ্ (রাহিমাহুল্লাহ্) থেকে বর্ণিত তিনি বলেন ’আলী (রা.) ইরশাদ করেন:
نَهَانِيْ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَخَتَّمَ فِيْ إِصْبَعِيْ هَذِهِ أَوْ هَذِهِ ، قَالَ: فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِيْ تَلِيْهَا
‘‘রাসূল (সা.) আমাকে এ আঙ্গুল অথবা এ আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। আবু বুরদাহ্ (রাহিমাহুল্লাহ্) বলেন: তখন ’আলী (রা.) তাঁর মধ্যমা ও শাহাদাত অঙ্গুলির প্রতি ইশারা করেছেন’’।[1]
>
              [1] (মুসলিম, হাদীস ২০৭৮ নাসায়ী, হাদীস ৫২১২, ৫২১৩, ৫২১৪ আবু ’আওয়ানাহ্, হাদীস ৮৫৯১)