কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
২১৯. মুশরিকদের কোন উপঢৌকন গ্রহণ করা
’ইয়ায বিন্ ’হিমার (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: আমি একদা রাসূল (সা.) এর (’হারবী) যুদ্ধরত শত্রু ছিলাম। তখন আমি মুসলমান ছিলাম না। এমতাবস্থায় আমি তাঁকে একটি উট উপঢৌকন দিলে তিনি তা গ্রহণ করেননি। তখন তিনি বলেন:
إِنِّيْ أَكْرَهُ زَبْدَ الْـمُشْرِكِيْنَ
‘‘আমি মুশরিকদের কোন উপঢৌকন গ্রহণ করা পছন্দ করি না’’।[1]
>
[1] (বুখারী/আল্-আদাবুল্-মুফরাদ্, হাদীস ৪২৮)