২১১. কারোর নিকট কোন জিনিস আমানত রাখার পর তা এমনিতেই বিনষ্ট হয়ে গেলে উক্ত ব্যক্তির নিকট উহার ক্ষতিপূরণ দাবি করা

আব্দুল্লাহ্ বিন্ ’আমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

مَنْ أُوْدِعَ وَدِيْعَةً ، فَلاَ ضَمَانَ عَلَيْهِ

‘‘কারোর নিকট কোন কিছু আমানত রাখলে উহার ক্ষতিপূরণ দিতে হয় না’’।[1]

>
[1] (ইবনু মাজাহ্, হাদীস ২৪৩০)