কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
১৯২. বিনা প্রয়োজনে মসজিদের মাঝে অবস্থিত বড় বড় খুঁটি সমূহের মধ্যবর্তী জায়গায় নামায পড়া
ক্বুররাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
كُنَّا نُنْهَى عَنِ الصَّلاَةِ بَيْنَ السَّوَارِيْ ، وَنُطْرَدُ عَنْهَا طَرْدًا
‘‘আমাদেরকে খুঁটি সমূহের মধ্যবর্তী জায়গায় নামায পড়তে নিষেধ করা হতো। এমনকি সেখান থেকে তাড়িয়ে দেয়া হতো’’।[1]
>
[1] (ইবনু খুযাইমাহ্, হাদীস ১৫৬৭)