কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১৯০. নামাযে রুকু’ কিংবা সিজ্দাহ্রত অবস্থায় কুর’আন তিলাওয়াত করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আব্দুল্লাহ্ বিন্ ’আব্বাস্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
أَلاَ وَإِنِّيْ نُهِيْتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا ، فَأَمَّا الرُّكُوْعُ فَعَظِّمُوْا فِيْهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ ، وَأَمَّا السُّجُوْدُ فَاجْتَهِدُوْا فِيْ الدُّعَاءِ ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ
‘‘তোমরা কি জানো না যে, আমাকে রুকু’ কিংবা সিজ্দাহ্রত অবস্থায় কুর’আন তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। তবে তোমরা রুকু’ অবস্থায় মহান প্রভুর মহত্ব কীর্তন করবে এবং সিজ্দাহ্রত অবস্থায় বেশি বেশি দো’আ করবে। আশা করা যায় আল্লাহ্ তা’আলা উক্ত দো’আ কবুল করবেন’’।[1]
>
              [1] (মুসলিম, হাদীস ৪৭৯)