কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১৮২. কোরবানীর পশুর চামড়া কারোর নিকট বিক্রি করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
مَنْ بَاعَ جِلْدَ أُضْحِيَّتِهِ فَلاَ أُضْحِيَّةَ لَهُ
‘‘যে ব্যক্তি নিজ কোরবানীর পশুর চামড়া বিক্রি করলো তার কোরবানী আল্লাহ্ তা’আলার নিকট গ্রহণযোগ্য হবে না’’।[1]
তবে সে টাকা গরিবকে দান করার জন্য বিক্রি করা হলে তাতে কোন অসুবিধে নেই।
              [1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৭৫২১)