কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
১৭৫. কোর’আন ও হাদীসের চাইতে কবিতার গুরুত্ব বেশি দেয়া
আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا حَتَّى يَرِيَهُ خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا
‘‘কারোর পেট কবিতা দিয়ে ভরার চাইতে তা সম্পূর্ণরূপে পুঁজ দিয়ে ভরা অনেক ভালো’’।[1]
>
[1] (বুখারী, হাদীস ৬১৫৫ মুসলিম, হাদীস ২২৫৭)